স্বাধীনবাংলা, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইলিশের প্রধান প্রজজন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন মা ইলিশ মাছ রক্ষা অভিযান সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামান।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য ১৫টি সচেতনতামূলক সভা, ৪দিন মাইকিং, নদী তীরবর্তী এলাকায় পোস্টার ও লিপলেট বিতরণ, ৯টি ইউনিয়নে টাস্কফোর্স কমিটির সভা ও ৫১৫০ জন ইলিশ জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। নদীতে টহল জোরদার করতে দুইটি স্পিটবোর্ড ও চারটি ট্রলার রাখা হয়েছে। মৎস্য সংরক্ষন আইনে এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ। অমান্যকারীকে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবরোধে যদি কোন নৌ-পুলিশ সদস্য, অফিস স্টাফ কোন রকম অনিয়মের জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগীতা কামনা করেন।