ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে পুলিশ। একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।