জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রামে আগাম জাতের আমন ধান কাটা শুরু করেছে এলাকার কৃষক সমাজ। এবার আগাম ধান কাটতে পারায় অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছে অত্র অঞ্চলের কৃষক সমাজ।
কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলার মধ্যে ৬ টি অপেক্ষাকৃত উচু উপজেলার কৃষক সমাজ উচু জমিতে এবার আগাম জাতের বিনা-১৭,এ জেড,ব্রি-৭৫, ব্রি-১০৩ সহ আরো কিছু আগাম জাতের আমন ধান রোপন করায় আগাম কাটার সুযোগ পেয়েছে। এখন সেই জমিতে কৃষক গণ নতুন করে বোরো ধান রোপনের আগেই আলু,সরিষা,পিয়াজ,রোপন করে অধিক লাভবানও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,এবার কুড়িগ্রামে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে এই আগাম জাতের আমন ধান রোপন করা হয়েছিলো।আশানুরূপ ফলন ও পাচ্ছেন কৃষক সমাজ।এই আগাম জাতের ধানের আগমনে উত্তরাঞ্চলের চিরাচরিত কার্তিকের অভাব বা দুর্ভিক্ষের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে এই মঙ্গা পীড়িত এলাকা।
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,আগাম ধান কাটতে পারায় একদিকে যেমন মানুষের খাদ্যের অভাব দূর হচ্ছে অপর দিকে গরুর খাদ্যের খড়ের ও যোগান হচ্ছে।তারা আরো জানান,আসছে মওসুমে তারা বেশী করে এই আগাম জাতের ধান আবাদ করে বোরো আবাদের পূর্বে আরেকটি শস্য তুলতে পারার পরিকল্পনা করছে।যা তাদের অভাবী জীবনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।এ বিষয়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতা কামনা করে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তা জানান কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে।প্রাকৃতিক দূর্যোগ তুলনামূলক কম হওয়ায় এবার লক্ষ মাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান।
এ জাতীয় আরো খবর..