×
  • প্রকাশিত : ২০২৪-১১-১৪
  • ৩৮ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী  ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সভাটি অনুষ্ঠিত হয়েছে । 

সভায় সভাপতিত্ব করেন এ.কে মেমোরিয়াল  ডিগ্রি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের
আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি মো. সাকির আহমেদ। 
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান শুমিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমাব তপু,দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.সাঈদ বিন আনোয়ার সজীব,সদস্য সচিব মো. রবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সাব্বির মাহমুদ আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক  মো. সাইফুল ইসলাম মুরাদ, দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো.বিপ্লব মন্ডল, সদস্য সচিব মো.রাকিবুল হাসান সানি, এ,কে মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব সিয়ামুল হক রতন প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষার্থী মারিয়া,সাজিদ,আরিফ, সাদ্দাম, সজিব, শান্ত সহ অনেকেই বলেন, ক্যাম্পাস থেকে ইভটিজিং, মাদক,সন্ত্রাস, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ বলেন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat