ইব্রাহিম মুকুট ময়মনসিংহ: বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে দপ্তরের উদ্যোগে ০৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনগুলোতে সেবাগ্রহীতার জন্য বিশেষ সেবার ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আজ রবিবার (১২ মে) ডিসিএ ময়মনসিংহ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস ময়মনসিংহ কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোঃ রবিউল ইসলাম।সেবাগ্রহীতার মধ্যে পেনশনার নারায়ণ চন্দ্র ভৌমিক বলেন, আইবাস সিস্টেম চালুর আগে দেখেছি পেনশন পেতে একজন পেনশনারকে কতটা যন্ত্রণা পোহাতে হতো। আমরা গর্ববোধ করি এই সিস্টেম পেনশনারের জন্য অনেক পরিবর্তন ও সহজীকরণ পদ্ধতি এনেছে। শুধু তাই নয় পেনশনের আগে ও পরের জন্য এক অনন্য দৃষ্টান্ত এ আইবাস।আইবাসের মতো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম খুবই লক্ষণীয় বিষয়। এখন এতো সুবিধা হয়েছে যে, ইএফটি এর মাধ্যমে সরাসরি আমরা বেতন ভাতা পেয়ে থাকি। যেটা মোবাইল মেসেজেও তাৎক্ষণিকভাবে বুঝতে পারি। এ সিস্টেমের পিছনে যারা কাজ করছেন তাদের প্রতি অশেষ আন্তরিকতা। সকল স্টেকহোল্ডারের সাথে একটা ফিনান্সিয়াল সম্পর্ক স্থাপন হয়েছে। হিসাব নিকাশ হয়েছে সহজ থেকে সহজতর। এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ।প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অনেক ডিজিটাল সেবার মধ্যে আইবাস প্লাস প্লাস একটি অতুলনীয় সেবা। এটি এমন একটি সিস্টেম যেটা আর্থিক ব্যবস্থাপনাকে অনেকটা উচ্চতায় উঠিয়ে দিতে পেরেছে। এ সিস্টেমে পরিশোধের অর্থ যথাসময়ে যথাস্থানে চলে যাচ্ছে। এ সিস্টেমে স্টেকহোল্ডার ও জনগণকে সেবাটি যেন আরো কাছ থেকে দিতে পারেন আপনাদের প্রতি সে প্রত্যাশা ব্যক্ত করি।সেবা প্রত্যাশীদের সেবাটি যেন একেবারে দরজায় পৌঁছে দিতে পারি সে প্রচেষ্টায় আমরা। সরকারি দপ্তরগুলোর মধ্যে ডিজিটাইজেশনের দিক থেকে এ দপ্তরটি সপ্তম স্থানে। সভাপতির বক্তৃতায় এমন মতামত ব্যক্ত করেন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস।সভায় বিশেষ অতিথি জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল হক মৃদুল উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সেবাগৃহীতা ও ডিসিএ অফিসের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..