×
সদ্য প্রাপ্ত:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন নবাব ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে ফেনীতে সনাতনী জোটের বিক্ষোভ মিছিল রাজশাহী পদ্মা নদী হতে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন চট্টগ্রামের পটিয়ায় বেড়েই চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই জনজীবনে নিরাপত্তাহীনতা সাগরের খুনিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে নীলফামারীতে বাড়ছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি কিশোরগঞ্জের ভৈরব একই পরিবারের ৪জনের লাশ উদ্ধার ইজি বাইক ও ভ্যান গাড়ীর দখলে কিশোরগঞ্জ শহর কুমিল্লায় বিজিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ধাওয়া খেয়ে পালিয়েছে হামলাকারীরা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৫৭ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল (শেরপুর)

শেরপুরের নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী ও পুরুষসহ ঘটনাস্থলে দু'জন ও চিকিৎসার জন্য   ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু'জনের মৃত্যু ঘটে। এ নিয়ে মা-মেয়ে  সহ  ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায়   ৩ জন আহত হয়েছে। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার পুত্র তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়া কান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের পুত্র আলাল উদ্দিন (৩৫)। আহতরা হলেন, নিহত তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩), মা উম্মে সালমা (৪০)।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার দুই মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে দু'দিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। বুধবার ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা হয়। এসময় সিএসজিতে অন্যান্য যাত্রীরা উঠেন। বেলা সারে ১২টার দিকে নকলার গড়েরগাও থেকে পাইস্কা বাইপাস হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে  সিএনজি চালক উঠার সময় দ্রুতবেগে আসা ময়মনসিংহ-শেরপুরগামী পিকআপটি ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তায়েবা ও তাজেন মিয়া। এসময় সিএনজি চালকসহ সবাই আহত হলে স্থানীয়রা প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবর রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে নকলার পাইস্কা বাইপাসে সিএনজি-পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আরো ৫ জন আহত হন। আহতদের মধ্যে আরো ২জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। পিকআপের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat