×
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ১০৯ বার পঠিত

এএসএম হারুন 
ফেনীতে বিপুল সংখ্যক বিদেশী মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিন কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশী মদসহ শাহেদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান। তিনি আরো জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ এলাকায়  অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর সময় মোঃ শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশী মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাকে দেখায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat