×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ৫৮ বার পঠিত

মতিউর রহমান,  ভৈরব প্রতিনিধি:


কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন মারা গেছে। 


আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাযায়নি। মরদেহগুলি ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন এএসআই রাসেল মিয়া।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। 


সেটি পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলে, একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান সেটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।


তিনি জানান, উদ্ধার শেষে লাশগুলি ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান, লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে।


দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে গেছে চালকরা। তাদের নাম্বার প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat