মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি মনিরুল ইসলাম মীমকে কারাগারে নেওয়ার সময় গণপিটুনি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত চত্বরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গণপিটুনি দেন।
সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। এ সময় তার ওপর ডিমও নিক্ষেপ করা হয়। এরপর তাকে প্রিজন ভ্যানে না তুলে আদালতের হাজতখানায় আবার নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রিজন ভ্যানের মাধ্যমে মীমকে কারাগারে পাঠায়। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মীম শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে। এর আগে বুধবার রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি এলাকা থেকে মীমকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
আদালত পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি মীমকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হচ্ছে-এমন খবর জানতে পেরে সন্ধ্যার আগে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যার পর পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে মীমকে আদালতের হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয়। মীমকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিও দেওয়া হয়। তাকে উদ্ধার করে আদালতের হাজতখানায় আবার নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা জানান, মীমসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে ডিম নিক্ষেপ করে ও পিটুনি দেয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার পীরগঞ্জের ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কলেজ ক্যাম্পাসের শহিদ আবু সাঈদ হলের ২য় তলার কার্নিশ বেয়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মামলার আরেক আসামি ছাত্রলীগ নেতা শামীউর রহমান কম্পন আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা এবং তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে ভেন্ডাবাড়ি এলাকা থেকে মীমকে গ্রেফতার করে পুলিশ।
এ জাতীয় আরো খবর..