মোঃ রুবেল হোসেন, বাউফল উপজেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হাওলাদার (৩৮) ওরফে ‘গাঁজা মনির’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১নভেম্বর) রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা দিঘির পাড় এলাকায় তাকে আটক করে গ্রামবাসী। এসময় তাকে মারধর করে উত্তেজিত কয়েকজন স্থানীয়। তবে মারধরে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হননি বলে জানা গেছে।
খবর পেয়ে আনুমানিক রাত ১১টায় ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাবাদে মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে গাঁজা মনির। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অভিযুক্ত মনিরের শারিরীক সমস্যা না থাকায়, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত মনিরের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার মনির প্রায় ১০ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও সে জেল থেকে ফিরে আবারো মাদক ব্যবসা শুরু করেন। মনিরের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িত বলে দাবি স্থানীয় লোকজনের।
এদিকে মাদক ব্যবসায়ী মনিরকে আটকের সময় ওসির সামনেই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বারবার গ্রেফতারের পরেও অল্প সময়ের মধ্যে তার জামিন হওয়ার কারণেই সে বারবার একই কাজে লিপ্ত হয়। তাই এবারে দ্রুত সময়ের মধ্যে বিচারিক আদালতের মাধ্যমে মনিরের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী মনিরের বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। মনির পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর..