×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-১০-২৬
  • ২২ বার পঠিত
কবির হোসেন, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে।

শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার,রহনপুর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। তবে কৃষিপণ্য ছাড়াই রহনপুর থেকে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে ট্রেনটি। প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা মিলবে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে খরচ পড়বে ১ টাকা ৮ পয়সা থেকে ১ টাকা ৪৭ পয়সা। ট্রেনের অত্যাধুনিক লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে। এছাড়া রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে।

রহনপুর রেল স্টেশন কুলির সর্দার সবুর আলী জানান, কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি সকাল বেলায় হওয়ায় অনেক চাষী ও ব্যবসায়ীরা পণ্য পাঠাতে অনিহা প্রকাশ করেছে। তাছাড়া ঢাকায় কুলি বহনের খরচ বেশী নেওয়ায় ট্রেনে পন্য পরিবহন করতে চাচ্ছেনা চাষী ও ব্যবসায়ীরা। কিন্তু রহনপুর থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু করার স্বার্থে আমরা অর্ধেক মজুরি হলেও পন্য বহন করবো। তবে আজ প্রথম দিন রহনপুর রেল স্টেশন থেকে কোন পণ্য বুকিং হয়নি।

ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ট্রেনের মূল ভাড়া কম। তবে ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামে আলাদা যানবাহনে পণ্য পরিবহন করতে বাড়তি খরচ রয়েছে। এছাড়া ট্রেনে পণ্য ওঠানো ও নামানোয় কুলিদের টাকা দিতে হয়। কুলিরা যে যার ইচ্ছামতো টাকা নেয়। সড়কপথে রহনপুর থেকে ঢাকার বাজারে পণ্য পাঠাতে খরচ হয় প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা। আর ট্রেনে সব মিলিয়ে খরচ পড়ে যাচ্ছে ৩ টাকারও বেশি। এর সঙ্গে ভোগান্তি তো রয়েছে। এজন্য ট্রেনে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না কেউ।

চাষী ও ব্যবসায়ীরা বলছেন, রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য পরিবহনের জন্য কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। প্রতি কেজি পণ্য ট্রেনে পরিবহন করতে ভাড়ার পাশাপাশি কুলি, মাঠ থেকে স্টেশন ও স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহন খরচ পড়ে যাচ্ছে কেজি প্রতি ২ টাকা থেকে ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে পণ্য পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই-আড়াই টাকা। ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়সহ নানা কারণে সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়াও চাষী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন ট্রেনে কৃষিপণ্য পরিবহনের বড় ঝামেলা কুলি বহন খরচ এখানে স্বাভাবিক নিলেও ঢাকায় কুলি বহনের খরচ বেশী নিয়ে নেই। এই কুলি বহনের খরচটা যদি রেল কর্তৃপক্ষ নির্ধারন করে দিতো তবে চাষী ও ব্যবসায়ীদের সুবিধা হতো। সেখানে কুলিদের বাড়তি টাকা দিতে হতো না।

রহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জুনায়েদ আল মামুন জানান, আমরা কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছি। ট্রেনটি প্রতি সপ্তাহে একদিন শনিবার সকাল ৯ঃ১৫ মিনিটে রহনপুর থেকে ছেড়ে যাবে। শীতাতপ একটিসহ মোট পাঁচটি লাগেজ ভ্যান রয়েছে। প্রতি কেজি পণ্য ঢাকায় পরিবহন করতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। তবে আজ প্রথম দিন নির্ধারিত সময় ৯ঃ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা লেটে ৯ঃ৪৫ মিনিটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি যাত্রাপথে নাচোল, আমনূরা জংশন, কাকনহাট, রাজশাহী , সরদহরোড, আড়ানি, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ ও জয়দেপুর স্টেশন থামবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat