মোহাম্মদ মিজানুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর পৌর ভূমি অফিসে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ঘুষ দুর্নীতির অভিযোগ,কিন্তু হয় না কোন তদন্ত, হয় না কোন বিভাগীয় শাস্তি।অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসছে সিংগাইর পৌর ভূমি অফিসের নায়েব কামরুল হাসানের চাঞ্চল্যকর ঘুষ ও দুর্নীতি। জমত আলী,পিতা :মৃত কালু মিয়া,গ্রাম ঃবিনোদপুর , পোস্ট + থানা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ- বলেন সারে ৫ শতাংশ এবং ৫৫শতাংশ ২টি খারিজ করতে গেলে ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন পৌর নায়েব কামরুল হাসান ,ভুক্তভোগী অসহায় দিনমজুর ভ্যান চালক জমত আলী ৯০ হাজার টাকা ঘুষ দিতে না পারায় আজ পর্যন্ত তার জমি খারিজ হয়নি।নায়েব মোঃ কামরুল হাসান বর্তমানে চান্দহর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। কিছুদিন আগে সিংগাইর পৌরসভার বিনোদপুর গ্রামের গৃহিণী লুৎফা বেগম ও তার জা সোনিয়া, ,৫২৪/পাঁচশত ২৪ টাকার খাজনা দিতে গেলে, সিংগাইর পৌর ভূমি অফিস এর নায়েব কামরুল হাসান বলেন ১৫০০০ টাকা না হলে, খাজনা নিতে পারবো না
এ জাতীয় আরো খবর..