ফুলপুর, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যার বিচার চেয়ে ও ফুলপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ সকল খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম বিরোধী ছাত্রজনতা ও শহীদ সাইফুল ইসলামের পরিবার। সোমবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে মানববন্ধন করে। এসময় নিহতের ভাই আব্দুল্লাহ কান্নাজড়িত কন্ঠে বলেন, বাজারে ধান বিক্রি করতে গিয়ে আমার ভাই লাশ হয়ে ফিরেছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের? আমার নিরীহ ভাইকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। একথা সকলেই জানেন। ফুলপুর থানার সাবেক ওসি মাহবুবুর রহমানসহ এ নিষ্ঠুর হত্যাকান্ডে জড়িত খুনিদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। মানববন্ধনে ছাত্রজনতার বক্তারা বলেন, শহীদ কৃষক সাইফুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য যে, গত ২০ জুলাই ফুলপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের সময় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। নিহত কৃষক সাইফুল ইসলাম ওই দিন পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন।
এ জাতীয় আরো খবর..