রোহিঙ্গাদের
জন্য বাংলাদেশ সামাজিক ও পরিবশেগতভাবে ক্ষতির
মুখে বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ অক্টোবর) ক্লাইমেট
ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে
একথা বলেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। এ
সময়, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি
মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত
একশ' বিলিয়ন ডলার বরাদ্ধের
আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'জলবায়ু পরিবর্তনজনিত
ক্ষতি থেকে বিশ্বকে রক্ষা
করতে প্যারিস চুক্তি বাস্তবায়নের কোনো
বিকল্প নাই।'ক্লাইমেট
ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সভায় যোগ দেন
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের সভাপতি
বান কি মুন, সিভিএফভুক্ত
দেশগুলোর প্রতিনিধিরা। জলবায়ু
পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো মিলে ২০০৯ সালে
গঠন করা হয় ‘ক্লাইমেট
ভালনারেবল ফোরাম'। সূত্র:
ডিবিসি ।