×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৭
  • ৩৪ বার পঠিত
এএসএম হারুন:
ফেনী শহরের ট্রাংক রোডে (১৭ জুলাই) বুধবার দুপুরের কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা, বেদড়ক পিটুনিতে ছত্রভঙ্গ হওয়ার সময় অন্তত ৫০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশিরা জানিয়েছেন সাড়ে ১১ টার দিকে ফেনীর ট্রাংক রোডে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে, এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু"র নেতৃত্বে লাঠি সোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর, পুলিশের উপস্থিতিতে তারা আন্দোলনকারী ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও বেধড়ক পিটুনি দেয় , একপর্যায়ে শিক্ষার্থীরা বড়বাজারের অবস্থান নিয়ে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এসময় রেজাউল হক নামের এক পুলিশ কনস্টেবল সহ বেশ কয়েকজন আহত হয়। পরে ওই পুলিশ কনস্টেবল কে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ইসলামপুর রোডে বসে কোটা সংস্কারের দাবিতে নানান স্লোগান দেয়। এর আগে ১১ টার দিকে শহরে তাকিয়া রোডে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক  মোরশেদ আলম মিলনের নেতৃত্বে কোটা আন্দোলনের সমর্থনের মিছিল বের হয়, তারা ট্রাংক রোডে উঠতে চাইলে পুলিশের বাঁধায় পিছু হটে।  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, কে কার উপর কি জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট না, বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। কোটা আন্দোলনের সমন্বয়ক তাজিম জানান, সকাল থেকে শহরে আসা সাধারণ শিক্ষার্থীদের শহীদ মিনারে নিয়ে ব্যাগ তল্লাশি করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের নানাভাবে হেনস্থা করা হয়, তারা জডো হলে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জনের অধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন, এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়টি সঠিক নয় ঘটনার পর পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুইপক্ষকে সরিয়ে দেয় এছাড়াও শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ এর নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়। এদিকে ফেনী তাকিয়া মসজিদের সামনে বাদ যোহর কোটা সংস্কার আন্দোলনকারী  নিহতদের গায়েবানা জানাজা নামাজ আদায় করেন ফেনী জেলা বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat