মোঃ নাজমুল হুদা, লামাঃ
“অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই, ২০২৪ ইং,) সকাল সাড়ে ১০টায় সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এম.দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নবাগত সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় প্রদীপ কান্তি দাশ, সোলতানা নাজমা। আরও মেডিকেল অফিসার ডাঃ বাপ্পী মার্মা,ডাঃ শহিদুল ইসলাম, সহকারি পরিবার পরিকল্পনা অফিসার সামশুন নাহার লিপি প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে আট ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।
এ জাতীয় আরো খবর..