মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা রাউতারা সুইচ গেটে পিকনিক করতে এসে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারের জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত লাশ উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শি জানায় বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা বলে খ্যাত রাঁউতারা সুইচ গেটে ঘুরতে এসে একদল শিক্ষার্থী রান্নার কাজে ব্যস্ত সময় পার করতে থাকে। এসময় নদীর ভরা মৌসুমে পানিতে প্রচন্ড স্রোত বহমান থাকে।
ঘুরতে আসা ৪শিক্ষার্থী রাফি, মওদুদ,মাসুম ও সোয়াইব পানিতে গোসল করতে নামে। পানিতে প্রচন্ড স্রোতে তিনজন উঠলেও সোয়াইব (২১) আর উঠতে পারে নাই । এসময় এলাকাবাসী তাঁকে সন্ধান করতে থাকলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। এমন খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষকে নদীরপাড়ে ভীড় করতে দেখা যায়। হঠাৎ সব আনন্দ যেন বিষাদে পরিনত হয়ে গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ও জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজ শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে বলে জানা গেছে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র। এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজাড়িতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..