ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মুন্সী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তার চোখের নেত্রনালি ছিড়ে যায়। গত ১২ জুলাই বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে মৃত আবুল হাসেম আলী সিকদার বাড়ীর সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাজায়, গত ১২ জুলাই বুধবার রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে জাহাঙ্গীর সিকদার বাড়ীর সামেন সন্ত্রাসী নোমান আকন, শিমু আকন, ওলি আকন, রাজিবুল বিশ্বাস, পলাশ আকন পৌর কাউন্সিলরের ওপর অর্তকিত হামলা চালায়। একপর্যায়ে ওই কাউন্সিলরকে অপহরনের চেষ্টাকালে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় গুরুত্বর আহত সহ তার চোখের নেত্রনালি ছিড়ে যায়।
আহত কাউন্সিলর জানান, পৌরসভা নির্বাচনে শিমু আকন প্রতিদ্ধন্দিতা করে আমার কাছে হেরে যাওর পর থেকে বিভিন্ন সময় পথেঘাটে এবং মোবাইলে শিমু আকন ও তার ভাই ওলি আকন হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন পৌরমেয়রের বাসা থেকে বাড়ি ফেরার পথে তারা আমাকে ঘিরে ধরে অর্তকিতভাবে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা জোরপূর্বক অপহরনের চেষ্ঠা করলে তিনি ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে এই সন্ত্রাসী বাহিনী দ্বিতীয় দফায় হামলা চালায়। হামলায় চোখের নেত্রনালি ছিড়ে যায়।
এ জাতীয় আরো খবর..