×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম নগর উন্নয়নে চসিক-সিডিএর যৌথ পরিকল্পনা খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন শেরপুরের গারো পাহাড়ে অনুষ্ঠিত হলো ময়মনসিংহ ধর্মপ্রদেশের গারোদের সবচেয়ে বড় ওয়ানগালা উৎসব। খুলনায় হরিণের মাংস সহ ১জন আটক পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ভর্তি ৫ শিক্ষার্থী নতুন মামলায় আমু, ইনু, জিয়াউলসহ পাঁচজন গ্রেফতার ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে আবেদন গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৭ বার পঠিত

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ এই আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার কোর্টে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এরআগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না- তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন উচ্চ আদালত। 

গত ১৯ নভেম্বর এই আদেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat