নেত্রকোনা প্রতিনিধি:
আর মাত্র দুইদিন বাকি। ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব "ঈদ-উল- আযহা"। আর এই ঈদ- উল আযহা'কে সামনে রেখে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে "নেত্রকোণা মানবসেবা ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে গরীব অসহায় ২৪ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৪ জুন বিকাল ৪ টায় নেত্রকোনা আল হুদা মডেল মাদ্রাসার হল রুমে এই সামগ্রী বিতরন করা হয়।
এ সময় "নেত্রকোণা মানবসেবা ফাউন্ডেশনে" এর সভাপতি মোঃ হাফেজ মাওলানা আবু দারদা'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল তালুকদারের সঞ্চালনায় ও মোঃ রাজন বিশ্বাস মাহিন- এর পরিচালনায় সামগ্রিক কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ বিন আব্দুল খালেক (পরিচালক আল হুদা মডেল মাদরাসা) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম এবং আবু ছাদেক খান, মৌলবি সাহেব সহ (শিক্ষক বাউসি মাদরাসা)উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আপনাদের এই ঈদ উপলক্ষ্যে, আজকে যে ঈদ উপহার দেওয়া হচ্ছে এটি আপনারা কেউ দান হিসেবে নিবেন না। এটা আপনাদের জিনিস, আপনাদের হাতে শুধুমাত্র আমরা তুলে দিচ্ছি।
আরও বলেন,"এই রিজিক আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আমরা শুধু আপনার কাছে পৌঁছে দিচ্ছি।
এ জাতীয় আরো খবর..