নেত্রকোনা প্রতিনিধিঃ
হাওরের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যষিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আটপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ।
বৃহস্পতিবার দুপুর ১-৩ টা পর্যন্ত আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের শুমাইখালি ব্রিজের নিচে থেকে ও স্বরমুশিয়া ইউনিয়নের পাগলা বিল হতে অবৈধ চায়না জাল জব্দ করেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা ভারঃ মৎস্য অফিসার কামরুল হাসানসহ অন্যান্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি )নিলুফা ইয়াসমিন নিপা জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট ও মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
ভারঃ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিষিদ্ধ চায়না জাল যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল ৭টি দৈর্ঘ্য ৩৫০ মিটার লম্বা ৩৫ হাজার টাকার মূল্যের জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ জাতীয় আরো খবর..