×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৮৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
৫র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। বুধবার সকালে এরই অংশ হিসেবে সদর উপজেলা হলরুমে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার সদর উপজেলায় স্থানীয়ভাবে ১০ জন উপকারভোগীদের নিকট ঘরের দলিল, খতিয়ান হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম স্বপ্ন ছিলো এই বাংলার গরীব-দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো। জাতির পিতার সেই স্বপ্ন ও আকাঙ্খা বজায় রেখে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণ তারই সুযোগ্য কন্যা বতর্মান সরকারের সফল প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন আশ্রয়ণ-২ প্রকল্প। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম সরকার প্রমুখ।একই সময় ময়মনসিংহের নান্দাইলে ৫ম ধাপে ১৮২ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর ভুক্তভোগী এসব পরিবারের মাঝে ঘরে দলিল হস্তান্তর করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ফয়জুর রহমান, খারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসানত ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার,মোঃফয়েজ উদ্দিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহসহ বীরমুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান, উপকারভোগী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।এছাড়া কথিত সাংবাদিকদের দ্বারা সাধারন মানুষদেরকে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহের নান্দাইলে। দুপুরে সচেতন  নান্দাইলবাসীর  ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। আন্দোলনকারীরা হলুদ ও অপসাংবাদিকতা নিয়ন্ত্রনে নীতিমালা প্রনয়ন, অনিবন্ধিত অনলাইন পত্রিকা, আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা, মনগড়া সংবাদ প্রকাশ ও ক্ষমতার অপব্যবহার বন্ধ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মুল ধারার সাংবাদিকদের কর্ম পরিবেশ তৈরী করতে অপেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান বিক্ষোভকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat