বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতকের বিষয় ছিলো জনসচেতনতা ব্যাতিত দুর্নীতি দমন কোন ক্রমেই সম্ভব নয়। ১২ জুন বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেন বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও আইড়মারী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় দল। রানার্স আপ হন আইড়মারী উচ্চ বিদ্যালয় দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। সভাপতিত্ব করেন দুদকের জামালপুর জেলা ও শেরপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, দুদকের উপ সহকারী পরিচালক আতিউর রহমান, বকশীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন। অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ জাতীয় আরো খবর..