রবিউল হাসান (রাজিব), ফরিদপুর প্রতিনিধি:
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফরিদপুর কার্যালয় কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলা হতে অবৈধভাবে পাচারকালে সরকারি চাউলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জেলা এনএসআই, ফরিদপুর কার্যালয় কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিচালক (অভ্যঃ) এর নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার বেলা ১১:৩০ মিনিটের সময় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের এ এস আই মহিউদ্দিনের নেতৃত্বে উক্ত কার্যালয়ের সদস্যদের পস্থিতিতে সদরপুর উপজেলা সরকারী খাদ্য গুদাম হতে ট্রাক যোগে যার রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো -ট-২২-৩১৬০) অবৈধভাবে সরকারী চাউল পাচারকালে আটক করা হয়। আটককৃত ট্রাকে প্রায় ২০ মেট্রিক টন চাউল রয়েছে।
এসময় ট্রাকের চালক
১। শেখ জাফর পিতা-শেখ জালাল, গ্রাম- বাখুন্ডা,
২। হেলপার মোঃ সুমন চোকদার পিতা- সাদেক চোকদার, গ্রাম- পশরা সর্বথানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুরদ্বয়কে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে চাউলের ট্রাকসহ গ্রেপ্তারকৃতরা স্থানীয় সদরপুর থানা হেফাজতে রয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর..