কুয়াকাটা সংবাদদাতাঃ
পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপির ন্যাচার এ্যান্ড পিস ক্লাব ও গুড নেইবারস মোফা ডিআরআর প্রজেক্টের উদ্যোগে সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে বিশ্ব পরিবেশ সপ্তাহ উপলক্ষ্যে ন্যাচার এ্যান্ড পিস ক্লাবের সদস্য রায়হান রাহু’র নেতৃত্বে সিডিপি’র ও ডিআরআর প্রজেক্টের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিম দিকের প্রায় ২ কিলোমিটার জায়গা পরিচ্ছন্ন করা হয়। পরে স্থানীয় জনসাধারণ ও আগত পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল, ডিআরআর প্রজেক্টের এডমিন ম্যানেজার সুমন ডায়েস, সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকার, প্রোগ্রাম অফিসার ফারহান তানভীর রাফিতসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ন্যাচার এ্যান্ড পিস ক্লাবের সদস্য রায়হান রাহু বলেন, ‘সৈকতকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাইকে সচেতন করতে আমাদের এ উদ্যোগ।’
সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘বিশ্ব পরিবেশ সপ্তাহ উপলক্ষ্যে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান করেছি। পরিচ্ছন্নতার পাশাপাশি সবাইকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সৈকতের সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে অনুরোধ করছি।’
এ জাতীয় আরো খবর..