স্বাধীনবাংলা,
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে চাঞ্চল্যকর রিক্সাচালক রাসেল হত্যা মামলায় দু ভাইয়ের মৃত্যুদণ্ডসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু ভাই হলো জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভুট্টু (৩০) ও খালেক (৪৫)। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপর সাতজন হলো ওই গ্রামের শামসুল হকের ছেলে ছামিউল (৩০), লাল মিয়ার ছেলে জহিরুল (৩০), মৃত গাদুর ছেলে রশিদ (৪৫), কাশি (৫০) ও বাবুল (২৫), মৃত ছাইর উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৩০) ও শাহাদুল্যার ছেলে বিদ্যুৎ (২৫)।
রায়ের বিবরণীতে জানা গেছে, ২০০৭ সালের কোরবানি ঈদের দিন নিহত রাসেল আসামিদের সাথে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন রাসেল তার রিক্সা বিক্রি করে আসামিদের সাথে জুয়া খেলেন। জুয়ায় তার রিক্সা বিক্রির সমস্ত টাকা ও মোবাইল হাতছাড়া হয়ে যায়। জুয়ায় হেরে গেলে আসামিদের সাথে রাসেলের ঝগড়া হয়। ২০০৭ সালের ২৬ ডিসেম্বর জুয়ায় হেরে যাওয়া নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হলে পরদিন রাতে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। তার পরদিন সকালে স্থানীয় আঁখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ঘাতক দু ভাই ভুট্টু ও খালেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ডাদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্ত অপর সাত আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে