×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের খাকডহর এলাকায় বাড়ির ছাদে ছবি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে  পঙ্গুত্ব বরণ করেছেন আনন্দমহোন কলেজের এইচ এসসি পরীক্ষার্থী  দেবরাজ কর বৃত্ত সহ পুরো পরিবার । রহস্যজনকভাবে বিদ্যুায়িত হওয়ায় মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্টদের বিচার দাবী করেছে বৃত্তের বড় ভাই দেবদূত কর তীর্থ ।

সংবাদ সম্মেলনে দেবদূত কর তীর্থ বলেন গত ১১ এপ্রিল দুপুরে স্বপরিবারে খাকডহর সাকিনে শাহী মসজিদ সংলগ্ন বড় বোন সহপাঠী মারিয়া হক স্বর্ণার বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া শেষে স্বর্ণা তার সহপাঠী প্রাপ্তি ও প্রাপ্তির ভাই বৃত্ত কে নিয়ে ছবি তুলতে তাদের তিন তলায় ছাদে যাওয়ার প্রাক্কালে পিডিবির হাই ভোল্টেজ বৈদ্যুাতিক তারে আঘাত প্রাপ্ত হয়ে বৃত্ত মাটিতে লুটিয়ে পড়ে বমি করছে এ অবস্থা দেখে বড় বোন প্রাপ্তির আর্ত চিৎকারে তীর্থ ও তার  মা রুপালী কর দৌড়ে ছাদে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন । নিজেকে একটু সামনে নিয়ে তীর্থ ট্রিপল নাইন ও নিজ আত্বীয় স্বজনকে ফোন করলে তাদের কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রুপলী কর ও বৃত্ত কে  পরবর্তিতে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করে । গত ১৫ এপ্রিল বৃত্তের ডান হাতের অবস্থা মারাত্বক ক্ষতি গ্রস্থ হয়ে ডান হাতের কনুই এর নিচের অংশ বিচ্ছিন্ন করে । গত ২৪ এপ্রিল রুপালী করের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন করা হয় । বৃত্ত দাবী করে অপরিকল্পিত ভাবে বাড়ি নির্মান অথবা সেই বাড়ির ছাদ ঘেষে ১১ হাজার ভোল্টের তার যাওয়ায় আজ তার ছোট ভাই এবং মা'র পঙ্গেুত্বের কারন । তাই এর সুষ্টু দাবি এবং অপরাধীদের  বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান ।এ বিষয়ে ময়মনসিং কোতায়ালী থানায় গত ২৬ এপ্রিল  মামলা দাযের করেন যার মামলা নং ২৪/৪২৭/৩৩৭/৩৩৭/৩৪ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat