মোহাম্মদ মিজানুর রহমান, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রামের জোয়ারির মূলহোতা মোঃ ইনছান আলী সহ ৬ জোয়ারিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। জানা যায় ২৩/০৪/২০২৪ খ্রি: তারিখ মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, মানিকগঞ্জ এর সার্বিক সহযোগীতায়
ঘিওর থানার মামলা নং-১২ (০৪)২০২৪; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ মূলে আসামী
১। মো: সুরুজ শেখ (৪২),পিতা- মৃত জরু শেখ, সাং-শ্যামপুর,থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ,
২। বাবলু বেপারী (৪৮), পিতা- মৃত জাবেদ আলী, সাং-বাইলজুরী, থানা-ঘিওর,জেলা-মানিকগঞ্জ
৩। দুলাল শেখ (৫৮), পিতা- মৃত জয়ধর শেখ, সাং-ঘিওর পূর্বপাড়া, থানা-ঘিওর,জেলা-মানিকগঞ্জ
৪। মো: ইনছান আলী (৪৯), পিতা- মৃত মান্নান বেপারী, সাং-বাইলজুরী, থানা-ঘিওর,জেলা-মানিকগঞ্জ
৫। মোজাফ্ফর হোসেন (৪৬), পিতা- মৃত তৈমুদ্দিন, সাং-চর বাইলজুরী, থানা-ঘিওর,জেলা-মানিকগঞ্জ
৬। মো: সাহিনুর ইসলাম (২৭), পিতা- মো: পান্নু মিয়া, সাং-বাইলজুরী, সর্ব থানা-ঘিওর, জেলা- মানিকগঞ্জ কে জুয়া খেলার বোর্ড হইতে উদ্ধারকৃত সর্ব মোট ৭৭,৩৬৫/- (সাতাত্তর হাজার তিনশত পয়ষট্টি) টাকা সহ আসামিদের আটক করে, কোর্টে চালান করে দেওয়া হয়। সচেতন মহল বলেন, পয়লা ইউনিয়নের মোঃ ইনসান আলীর ইন্ধনে দীর্ঘদিন যাবত ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে জোয়ার আসর বসে।মোঃ ইনসান আলীর মদদে জোয়ারিরা বাবার ভিটেমাটি বিক্রি করতে দিধা করেন না।অনেক জোয়ারী আছে তারা পথের ফকির হয়ে গেছে,অতঃপর বউয়ের গয়না বিক্রি করে জোয়ার আসরে বসে সবকিছু হারাচ্ছে। পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রাম থেকে জানা যায়, জুয়ারির মূলহোতা মোঃ ইনছান আলী জুয়া খেলতে গিয়ে, নিজের মেয়ের সংসার ভাংগার পায়তারা করছেন,শুধু তাই নয়,জুয়া খেলার টাকা জোগাড় করার জন্য অপ্রাপ্ত নিজের নাবালিকা মেয়েকে কৌশলে বিয়ে দিয়ে ৭ লক্ষ টাকা কাবিন করে, কাবিনের টাকা আদায় করার জন্য, মেয়েকে শশুর বাড়ি থেকে, নিজের বাড়িতে এনে, মেয়েকে দিয়ে পারিবারিক আদালতে মামলা করিয়েছেন। প্রতিনিয়ত ছেলে পক্ষকে ভয় দেখিয়ে যাচ্ছেন, কাবিরের টাকা না দিলে জেলের ভাত খাওয়াবেন,কারণ জুয়া খেলার জন্য তার অনেক টাকা প্রয়োজন।কিছুদিন আগে এক গরিব রিক্সাওয়ালাকে মেরে রক্তাক্ত করেছেন। মোঃ ইনসান আলী গত জাতীয় সংসদ নির্বাচনে, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি কেন্দ্রে এক সাংবাদিককে পেশাগত কাজে বাধা দান করছেন। সচেতন মহল বলেন এই জোয়ারীদের কারণে মাঝেমধ্যেই বিভিন্ন স্থানে গরু চুরি হয়ে থাকে। ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ঘিওর থানা পুলিশ জনগণের জান-মাল রক্ষায় সর্বদাই সচেষ্ট। অপরাধ করে কেউ ছাড় পাবে না।আসামিদের কোর্টে চালান করা হয়েছে, তদন্ত সাপেক্ষে জোয়ারির সাথে আর কেউ জড়িত থাকলে তাদের কে আটক করে আইনগত ব্যবস্থা করা হবে।
এ জাতীয় আরো খবর..