×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৫১ বার পঠিত
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হয়েছেন। মঙ্গলবার ২৩  এপ্রিল রেঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন (মোঃ আনোয়ার হোসেনকে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তার পাশে ছিলেন।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে মোঃ আনোয়ার হোসেন যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে কোতোয়ালি মডেল থানায় মামলা জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি সকল অফিসারগণের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপোর্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমাসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচার কাজে এগিয়ে চলছে। আনোয়ার হোসেন একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে কোতোয়ালি থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন। অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমা থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনের সাথে কথা তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সব কৃতিত্ব আমার নয়। সব কৃতিত্ব কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিনসহ থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের। তারা যদি আমার কাজে সহযোগিতা এবং সকল নির্দেশসহ অনুরোধ রক্ষা না করত তাহলে আমার একার পক্ষে এ সফলতা অর্জন করা সম্ভব হতো না। এই সফলতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat