×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ৮৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের খাগাটি  জামতলি এলাকার আব্দুল কাদের জিলানী কে নৃশংসভাবে হত্যাকারীদের  দ্রুত গ্রেফতার  ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী । সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাইনবোর্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া, এলাকাবাসী ও জিলানীর পরিবার উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য লালমিয়া বলেন, আব্দুল কাদের জিলানী সামাজিক লোক ছিলেন। জিলানী সবসময় এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতো সমাজের খারাপ শ্রেণীর লোকেরা এটা মেনে নিতে পারতো না। তাই তাকে মেরে ফেলার জন্য এর আগেও কয়েকবার হামলা করেছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে, বাড়ি ঘর ভেঙ্গে এলাকা ছাড়া করেছে। গত শবে কদর রাতে জিলানী তার পিতার কবর জিয়ারত করতে গেলে,খবর পেয়ে উৎ পেতে থাকা   মামুন ও সোহাগ বাহিনী দলবল নিয়ে এসে  গাড়ি থেকে টেনে  হেছরে নামিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

মানববন্ধনে থাকা জিলানীর ছেলে রাকিবুল হাসান কন্দনরত অবস্থায় বলেন, আমার পিতার সাথে আমি ছিলাম, মামুন ও সোহাগ বাহিনী আমার পিতাকে আমার কাছ থেকে টেনে হেচরে নামিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। আমি ফিড়াতে গেলে ওরা আমার উপরে আক্রমণ  করে। একই এলাকার বাসিন্দা রহিমা খাতুন বলেন, জিলানী খুব ভালো মানুষ ছিলেন। সমাজের সব সময় অন্যায়ের প্রতিবাদ করতো, খারাপ লোকেরা এটা জিলানীকে ফাঁসানোর জন্য অতীতে নানা ধরনের চক্রান্ত করে আসছি।অবশেষে ৬ এপ্রিল শবেকদর রাত্রে তার পিতার কবর জিয়ারত করতে আসলে মামুন সোহাগ বাহিনী তাকে নির্মমভাবে খুন করে। বিষয়টি নিয়ে মানববন্ধনে থাকা সালমা আক্তার বলেন, জিলানী অনেক ভালো মানুষ ছিলেন। সে সব সময় গরীব দুঃখী মানুষের কাছে এগিয়ে যেত।

সমাজের খারাপ শ্রেণীর লোকেরা যাতে বিনা বাঁধায় খারাপি করতে পারে সেই জন্য জিলানির উপর বারবার আক্রমণ করে আসছিল, নানা ধরনের চক্রান্ত করে জিলানি কে প্রথমে এলাকা ছাড়া করেছে। পরে  শবে কদর রাত্রে বাড়ির পাশে মামুন ও সোহাগ বাহিনী নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকারীদের দ্রুত গ্রেফপ্তার ও ফাঁসি দাবি জানাচ্ছি। জিলানীর কিশোরী মেয়ে, মিম আক্তার বলেন, ওদের অত্যাচার আমি লেখাপড়া  ছেড়ে দিয়েছি। আমি স্কুলে গেলে তারা স্কুলে যাওয়ার পথে  বাঁধা প্রয়োগ করতো। অবশেষে আমার পিতাকে তারা  নির্মমভাবে  হত্যা করে। আমার বাবার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী  জানাচ্ছি। মানববন্ধন শেষ বিচার প্রার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাঁচ মিনিট অবরোধ করে বিক্ষোভ করেন।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat