নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপদাহে জনজীবন স্বাভাবিক রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নানাবিধ উদ্যোগ গ্রহন করেছে।এরই অংশ হিসেবে নগরীর সড়কগুলোতে পানি ছিটানোর উদ্যোগ এর পাশাপাশি তীব্র গরমে মেহনতী খেটে খাওয়া মানুষ ও পথচারীদের জন্য নগরীর ১৩টি স্থানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাবস্থা করছে মসিক। তীব্র তাপদাহে খেটে খাওয়া মেহনতী মানুষ ও পথচারীরা বিশুদ্ধ পানি পান করে তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পারেছে।বিভিন্ন এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু নিজে উপস্থিত থেকে সেবকের ভূমিকা পালন করছেন।পানি সরবরাহের স্থান স্থানগুলোতে উপস্থিত থেকে পানি সরবরাহের পাশাপাশি সেগুলো তদারকি করছেন মসিকের জনন্দিত সেবক।কাঁচিঝুলি মোড়,চরপাড়া মোড়, র্যালীর মোড়,টাউন হল মোড়,ত্রিশাল বাসষ্ট্যান্ড,প্রেসক্লাব কমপ্লেক্স এর সামনে,নতুন বাজার মোড়,জিলা স্কুল মোড়,গাঙ্গিনাপাড় আসাদ মার্কেটের সামনে,পালিকা শপিং কমপ্লেক্স এর সামনে,কাচারী জিরো পয়েন্ট,আনন্দ মোহন কলেজ এর সামনে,আকুয়ায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে ।এসব এলাকায় মুগ্ধ, ফোয়াদ, হিমন, মাহিয়াদ, পারভেজ, আশিক, রুমান, মাসুম, নুহাশ, সজল, অমর,আকাশ বিশুদ্ধ পানি সরবরাহে দায়িত্ব পালন করছে।তাপদাহে নগরীর সড়ক পথগুলো উত্তপ্ত হয়ে পিচগলে স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এছাড়া অতিরিক্ত ধূলোা বালির কারনে জনস্বাস্থ্য মারাত্বক হুমকির সম্মুখীন।এর থেকে পরিত্রান পেতে সড়কগুলোতে পানি ছিটানোর ব্যাবস্থা করছে মসিক।পানি ছিটিয়ে যাচ্ছে ২০ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ৩টি গাড়ি,২ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ২টি গাড়ি, ১ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন গাড়ি।
এ জাতীয় আরো খবর..