×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ৩৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মেম্বাররা  প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাল্লা দিয়ে  করছে অবৈধ মাটি ব্যবসা।  দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের, পংতিরছা বাজার হতে, সামনে গিয়ে লাউতারা কালিগঙ্গা নদী এবং চরমাস্তল মৌজায় ডাঃ আবু তাহের এর ডাঙ্গা হতে  ভেকু দিয়ে রাতের আঁধারে  ৩০ থেকে ৩৫টি ড্রাম ট্রাক দিয়ে, বিভিন্ন স্থানে মাটি পাচার করে কোটি কোটি টাকা লুটপাট করার সংবাদ  জাতীয় দৈনিক সোনালী কন্ঠ সহ একাধিক জাতীয় পত্রিকায় নিউজ হলে, দৌলতপুর উপজেলা প্রশাসন চুপ থাকলে,চুপ থাকেনি জনতা।জানা যায়  গতকাল রাতে  মাহে রমজানের  সিয়াম সাধনায় মুসল্লিদের নামাজ কায়েম করা থাকা অবস্থায, চক মিরপুর ইউনিয়নের মোঃজাকির হোসেন  মেম্বার,হাসান মেম্বার, মিন্টু মেম্বার,মান্দারতার লেবু মিয়া,আশরাফুল আলম মিন্টু মেম্বার,রহমান মেম্বার এবং সিজান সহ অজ্ঞাত আরো অনেকেই চর মাস্তল মৌজার  ডাক্তার আবু তাহের ডাঙ্গা হতে ভেকু দিয়ে   মাটি কেটে চুরি করে  রাতের আঁধারে পাচারের সময়, পয়লা ইউনিয়নের বাসুদেববাড়ী এলাকার জনতা   ১০ চাকার অবৈধ ড্রাম ট্রাক ভর্তি চুরি করা মাটি আটক করেন । পরবর্তীতে ঘিওর থানা  পুলিশ ঘটনা স্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটকৃত ড্রাম ট্রাক জব্দ করেন। চকমিরপুর ইউনিয়নের মেম্বাররা জনতাকে ম্যানেজ করার জন্য ঘুষ ও অবৈধ লেনদেনের প্রস্তাব দিলে, জনতা প্রত্যাখ্যান করেন।পূর্বে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করলে,মাটি ব্যবসায়ীদের গডফাদার চক মিরপুর ইউনিয়ন পরিষদের মোঃজাকির হোসেন মেম্বার  সাংবাদিক আবুল হোসেন (এল এল.বি)কে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন এবং হত্যা করে লাশ গুম করার কথা বলেন। চক মিরপুর ইউনিয়ন পরিষদের আশরাফুল আলম মিন্টু মেম্বার ও রহমান মেম্বার জড়িত থাকার বিষয় অস্বীকার করলে,অবৈধ মাটি ব্যবসায়ীদের গডফাদার মোঃজাকির  হোসেন মেম্বার বলেন জড়িত আছে।এদিকে দৈনিক সোনালী কন্ঠ জাতীয় পত্রিকা সহ অসংখ্য জাতীয় পত্রিকায় নিউজ হওয়ার পর,দৌলতপুর উপজেলা প্রশাসনের নিরাবতায়,  জিয়নপুর ইউনিয়নের  পংতিরছা বাজারের সামনে গিয়ে লাউতারা কালিগঙ্গা হতে সরকারি আইন অমান্য করে  রাতের আঁধারে ভেকু ও ড্রেজার দিয়ে   ৩০ থেকে ৩৫টি ড্রাম ট্রাক দিয়ে বালু মাটি  পাচার করতে গিয়ে  তিন ফসলী কৃষি জমির উপর দিয়ে, গ্রামীণ রাস্তাঘাট বিনষ্ট করে সরকারের কোটি কোটি টাকা অপচয় করে ,পিন্টু খান, পারভেজ,রাজিব সহ অজ্ঞাত ও আরো ১০ থেকে ১৫ জন নিজেদের পকেট ভারি করে কোটিপতি বলে গেছেন।  এছাড়া রাস্তার দুই পাশের রোজাদার মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী, শিশু বাচ্চা, সারারাত ঘুমাতে না পেরে, অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু তাই নয় ড্রাম ট্রাকের বালু ভর্তি  মাটি সাধারণ মানুষের ঘরবাড়ি  ধুলোবালি দিয়ে  জনজীবন  বিপর্যস্ত করে তুলছে। এ বিষয়ে মাটি ব্যবসায়ীদের গডফাদার   চক মিরপুর ইউনিয়নের বর্তমান মেম্বার জাকির হোসেন বলেন, ইউএনও এসিল্যান্ড এর নিকট থেকে  অনুমতি নেওয়া আছে।  ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি)সুকুমার বিশ্বাস বলেন,ড্রাম ট্রাক জব্দ করে জিডি করা হয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।  দৌলতপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন  বলেন ইউনিয়নের মেম্বাররা গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসনের একজন রক্ষক।রক্ষক যদি ভক্ষক হয়,ইউনিয়ন বাসি, দেশ ও জাতি  এদের কাছ থেকে কি আশা করতে পারে?  দ্রুত অভিযান করে ব্যবস্থা নেওয়ার কথা বললে ও এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি।  দৌলতপুর  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান চৌধুরী    দ্রুত  মোবাইল কোর্ট করে  ব্যবস্থা নেওয়ার কথা বললে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat