বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেছেন, বদর যুদ্ধ ছিলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী। একটি পক্ষ ছিলো সত্যের পক্ষে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটি পক্ষ ছিলো মিথ্যার পক্ষে তথা দুনিয়ার লোভ লালসা অর্জনে। সত্যের পক্ষের সৈনিকরা সংখ্যায় কম হলেও একমাত্র আল্লাহর উপর ভরসা করে সংখ্যায় অধিক ও সরঞ্জামে শক্তিশালী বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করে। সে যুদ্ধে আল্লাহ সত্যের পক্ষের বাহিনীকে বিজয় দান করেছেন। আজকের পৃথিবীতেও যদি সাহাবায়ে কেরামের ঈমানী চেতনা নিয়ে ময়দানে নামা যায় তাহলে আমাদেরকেও কোনো শক্তি পরাজিত করতে পারবে না। ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ইসলামের কাজ করতে গেলে ভয় ভীতি, হামলা-মামলা আসবেই এটা নতুন কিছু নয়, অতীতে যারা দ্বীনের কাজ করেছে তাদের উপর এসেছিলো, কেয়ামত পর্যন্ত যারা দ্বীনের কাজ করবে তাদের উপরও আসবে। সুতরাং এ পরীক্ষায় আমরা ঈমান আমল নিয়ে টিকে থাকতে পারলে বিজয় সুনিশ্চিত। প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন। তিনি বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ৩ বছর যাবত কারাগারে বন্দী কেন? দেশের মানুষ জানতে চায়। এভাবে একজন আলেমকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বছরের পর বছর আটকিয়ে রাখবেন তা হবে না। মাওলানা মামুনুল হককে ঈদের আগে মুক্তি দিতে হবে। না হয় কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হবো।
তিনি আজ (২৮ মার্চ’২৪) বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা আজিজুর রহমান হেলাল আরও বলেন, এ সরকারের দেশের মানুষের প্রতি দয়া মায়া নেই। দয়া মায়া থাকলে জিনিসপত্রের দাম এভাবে বাড়তে পারে না। সাধারণ মানুষের জীবন চালানো মহা কঠিন হয়ে গেছে। আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রন করুন। না হয় জনগণের কাছে ক্ষমতা ছাড়ুন। তাহলে দেশ ও জাতি বাঁচবে।
কুমিল্লা বিশ্বরোডের একটি মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা ওলি উল্লাহ এর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দীন ও মাওলানা সালাহ উদ্দীন কিবরিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, মহানগর সভাপতি মাওলানা সোলইমান, মুফতি শামসুল ইসলাম জিলানী, মাওলানা মোজাম্মেল হক, ইসলামী ছাত্রমজলিস ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মুহাম্মদ মাহদী হাসান প্রমুখ
এ জাতীয় আরো খবর..