×
সদ্য প্রাপ্ত:
হাইওয়ে পুলিশের সামনে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা সরাইলে ৭টি ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার ধুম বাংলাদেশ গণধিকার পরিষদ এর ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আহবায়ক কমিটি গঠন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ ঘন্টার ব্যবধানে ৩ জন নিহত" ময়মনসিংহ ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসে পরিবর্তনের হাওয়া, সরকার নির্ধারিত ফিতে হচ্ছে দলিল মানিকগঞ্জে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ধামরাইয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম সুজনের জন্মদিন পালন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ মা'কে বলেছিলেন নাঈম, বনভোজন শেষে বাড়ি ফিরবো, ফিরেছেন ঠিকই তবে নিথর দেহ হয়ে বাংলাদেশের আরেকটি সম্ভবনাময় বৃহৎ আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।তিনি আরও বলেন ৯৬% মার্ক পাওয়া,ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার হয়ে বিভাগীয় কমিশনার হওয়ার চেয়ে যে কর্মক্ষেত্রে জনগণকে  সেবা দিয়ে থাকে তাঁকেই মেধাবী বলব। ১৭ মার্চ রবিবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদ শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আব্দুল হক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত,স্কুল পরিদর্শক প্রানেশ রঞ্জন,সভাপতির বক্তব্যে প্রফেসর মোঃ আবুতাহের বলেন মেধাবী ও মানবিকতার সমন্বয়ে আমাদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব।এছাড়া আরও বক্তব্য রাখেন বিদ্যালয় উপ পরিদর্শক নাজমুুল আলম সিদ্দিকী,আনোয়ার কাদির কবিতা আবৃত্তি করেন,উচ্চমান সহকারী আব্দুল্লাহ হিল রাফি প্রমুখ।প্রীতি  বিতর্ক,"এই সময়ে মেধাবী মানুষের চেয়ে প্রয়োজন মানবিক মানুষের"বিতর্কে আকর্ষনীয় যুক্তি খন্ডনের  পক্ষে অংশ নেয় ময়মনসিংহ জিলা স্কুল এবং বিপক্ষে  অংশ নেয় নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়।বিতর্কে উভয় দলকে জয়ী ঘোষনা করা হয়। বিতর্কে মডারেটর এর দায়িত্ব পালন করেন অধ্যাপক স্বপন কুমার দাস।বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন মসিউল আলম,পরে ২০২৩  বিজয়ীদের সম্মাননা ও বই প্রদান করা হয়েছে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন প্রফেসর সারওয়ার জাহান সিদ্দিকী। সার্বিক পরিচালনা করেন উপসচিব মসিউল আলম।এর আগে সকাল ৯টায় সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর মূড়ালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের পুস্পস্তবকব অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন,এ সময় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat