মো: মোরসালিন আহমেদ (মুসা) বিশেষ প্রতিনিধি: "সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয় এবং স্বল্প মূল্য চিকিৎসা সেবা, অক্ষমতা ও দারিদ্রমুক্ত সমাজ যেখানে মানুষ তাদের জীবনের সম্ভাবনাকে পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ শুক্রবার সকাল সাড়ে দশটায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান।
পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন। তার মধ্যে ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ তৌহিদুল আলম সোহান, কনসালটেন্ট শিশু রোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ। গাইনী রোগ বিশেষজ্ঞ ডা: মরিয়ম আক্তার সুমি , রেজিস্টার গাইনি ও আবস বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ । মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ এমদাদ উল্লাহ খান, সহকারী অধ্যক্ষ মেডিসিন বিভাগ নেত্রকোনা মেডিকেল কলেজ। নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা: কনক দে, কনসালটেন্ড নাক-কান গলা বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ। চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা: দীনেশ রঞ্জন ভৌমিক, মেডিকেল অফিসার চর্ম ও যৌন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি ডা: এমদাদ উল্লাহ খান, সহ-সভাপতি আসাদুজ্জামান পাভেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক তাপস কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সালেহ মোছা:আল কুরা জলি, রুকনুজ্জামান খোকন, আব্দুল মান্নান, পারভিন বেগম, ও মুন্নাক আহমদ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..