মোঃ নাহিদ সিকদার, আশুগঞ্জ: আশুগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৭ই মার্চ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ ও সরাইল এর জনতার এমপি জনাব আলহাজ্ব মঈন উদ্দিন মইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব হানিফ মুন্সী, আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা সুলতানা, উক্ত অনুষ্ঠানে সভা সভাপতি করেন আশুগঞ্জ উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামল চন্দ্র বসাক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাহিদ আহমেদ, উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত অতিথি বৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। প্রধান অতিথি বক্তব্য বলেন ১৯৭০ সালে নির্বাচনের পর সত্যিকারের বঙ্গবন্ধু হতে পেরেছিলেন । বাঙালি জাতি তখন বন্ধ বঙ্গবন্ধুকে মেন্ডেট দিয়েছিলেন উনি আমাদের একমাত্র নেতা। সেজন্যই ঐতিহাসিক ৭ ই মার্চে তিনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থেকো আমি যদি হুকুম দিবার নাও পারি তোমারা শত্রুর মোকাবেলা কর। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি আরো বলেন বাংলাদেশে সর্বপ্রথম পুলিশ প্রশাসন পাকিস্তানদের বিরুদ্ধে অস্ত্র নিয়েছিল আমি তাদের প্রতি সম্মানের সাথে শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে সভাপতি উনার বক্তব্যে ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরেন এরপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ জাতীয় আরো খবর..