বাংলাদেশে অনেক আগে থেকেই দক্ষিণ ভারতের সিনেমা জনপ্রিয়; বিশেষ করে দক্ষিণি থ্রিলার ও অ্যাকশন সিনেমার ভক্ত আছেন অনেকে। ফেসবুকে তো দক্ষিণি সিনেমার বেশ কয়েকটি গ্রুপ আছে, কোনো কোনোটির সদস্যসংখ্যা লাখও ছাড়িয়েছে। এ দেশের দর্শকেরা এখন মজেছেন নতুন তামিল সিনেমা ‘পোর থোহিল’-এ।
গত ৯ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোর থোহিল’। মুক্তির পর থেকেই সমালোচকেরা ছবিটির প্রশংসায় পঞ্চমুখ, সাধারণ দর্শকেরাও তারিফ করছিলেন। ফল, অল্প বাজেটের ছবিটি দ্রুতই ৫০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করে। তবে বাংলাদেশে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয় গত সপ্তাহ থেকে—১১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তির পর থেকে।
‘পোর থোহিল’ তামিল ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা। বিগনেশ রাজা পরিচালিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আর শরৎকুমার ও অশোক সেলভান। এ ছাড়া আছেন নিখিলা বিমল।
সিনেমার গল্প তরুণ এক পুলিশ কর্মকর্তাকে নিয়ে। এই তরুণের পুলিশে চাকরির কোনো ইচ্ছাই ছিল না। তবে ঘটনাচক্রে যেহেতু চাকরি পেয়েছে, সে চায় কাজটা ভালোভাবে করতে। কিন্তু তার মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা নেই। নতুন যে এলাকায় সে চাকরি নিয়ে আসে, সেখানে আবির্ভাব হয় এক ক্রমিক খুনি।
একের পর এক তরুণীর লাশ মিলতে থাকে। মাথার চুল পেছনে টেনে কবজির সঙ্গে বাঁধা। গলায় কেটে বসে যাওয়া দাগ। খুনি কে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা হয় তরুণ পুলিশ কর্মকর্তার। তার সঙ্গে থাকে অভিজ্ঞ, বেপরোয়া এক কর্মকর্তা। তারা কি পারবে ক্রমিক খুনিকে ধরতে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমা।
সমালোচকেরা বলছেন, সিনেমাটির গল্পে আহামরি কিছু নেই। কিন্তু গল্প যা-ই হোক, সেটা যেভাবে দক্ষতার সঙ্গে পর্দায় দেখিয়েছেন পরিচালক, সেটা তারিফ পাওয়ার যোগ্য। ছবিটি সাধারণ দর্শকের ভালো লাগার একটি কারণ, ‘পোর থোহিল’-এর পরতে পরতে লুকিয়ে আছে রোমাঞ্চ। দর্শকেরা আন্দাজই করতে পারেন না গল্প কোন দিকে মোড় নিচ্ছে। প্রথম ৫০ মিনিটের পর যে চমক আসে, তা কম দর্শকই আন্দাজ করতে পারেন।
‘পোর থোহিল’-এর আরেকটি ইতিবাচক দিক অভিনয়। প্রধান দুই চরিত্রে শরৎকুমার ও অশোক সেলভান যে পারফরম্যান্স দিয়েছেন, তা অনেক দিন মনে থাকবে। ইন্ডিয়া টুডে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘এটি সাম্প্রতিক সময়ে নির্মিত অন্যতম সেরা থ্রিলার সিনেমা।’ ভারতের আরেকটি গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘পুলিশি তদন্ত নিয়ে নির্মিত গতানুগতিক সিনেমার অনেক কিছুই আছে এতে। তবে দুর্দান্ত চিত্রনাট্য, পরিচালনা আর অভিনয় দর্শককে আটকে রাখে।’ দ্য হিন্দু লিখেছে, ‘অভিষেকেই পরিচালক বিগনেশ রাজা বাজিমাত করেছেন। দর্শকেরা এখন তাঁর পরের সিনেমার অপেক্ষায়।’
‘পোর থোহিল’ নিয়ে ত্রিদেব দেবনাথ নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘এই মুভি খুব কমন একটা থ্রিলার প্যাটার্ন ফলো করে। কিন্তু পার্থক্য ছিল স্ক্রিপ্টে। বিশেষত খুনির মোটিভ একদমই আলাদা ছিল। ডাবল টুইস্ট কিছুটা আন্দাজ করা গেলেও তাতে কোনো ক্ষতি হয়নি মুভির। শেষটাও টিপিক্যাল মার্ডার মিস্ট্রির থেকে আলাদা।’
আরেক দর্শক লিখেছেন, ‘যাঁরা এখনো এই তামিল সাইকোলজিক্যাল থ্রিলার ছবিটি দেখেননি, তাঁরা জানেন না কী মিস করছেন! এক কথায়, ছিটকে যাবেন! এর বেশি কিছু বলব না।’
দর্শকের কাছে ব্যাপক সাড়া পাওয়া সিনেমাটির সিকুয়েল নির্মাণের দাবি উঠেছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা অশোক সেলভানও ইঙ্গিত দিয়েছেন, ছবিটির সিকুয়েল আসতে পারে।
এদিকে মুক্তির পর প্রশংসায় ভাসছেন নির্মাতা বিগনেশ রাজা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মুক্তির পর জনপ্রিয় তামিল নির্মাতা গৌতম বাসুদেব মেননসহ অনেকের ফোন পেয়েছেন তিনি। ছবিটিকে ভালোভাবে গ্রহণ করার জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এ জাতীয় আরো খবর..