×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৬৬ বার পঠিত
শাহরুখ খান লিখতে ভালোবাসেন। কয়েক বছর আগে অভিনেতা অনুপম খেরের শোতে অভিনেতা জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এই খবর জানার পর অনেক ভক্তই তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। তবে এবার অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কলেজে পড়ার সময় এটি লিখেছিলেন অভিনেতা। শাহরুখের এই লেখা নিয়ে তাঁর অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শাহরুখের হাতে লেখা ছয় পৃষ্ঠা অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন অভিনেতা।

একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘যত দূর মনে পড়ে আমি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’

তাঁর শৈশব কেমন ছিল, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন অভিনেতা, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়ের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো...।’

চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই আমি অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’

শাহরুখের এই সব লেখা দেখেই তাঁর অনেক ভক্তই উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, প্রিয় অভিনেতার আত্মজীবনী পেতে তর সইছে না। আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat