এএসএম হারুন :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ঠা আগস্ট ফেনী মহিপাল অস্ত্রধারীদের গুলিতে নিহত হয় মাসুম সহ ১২ জন, মাসুম হত্যা মামলায় নিহতের স্বজন মোঃ মাহমুদুল হাসান প্রায় ১০০ জন কে আসামি করে মামলা দায়ের করেন ফেনী মডেল থানায়, অত্র মামলার অন্যতম আসামি ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের নুর হোসেনের ছেলে মোহাম্মদ তারেক হোসেন (১৯) কে ফেনী মডেল থানার এস আই আলমগীর, এস আই বেলাল হোসেন, এস আই হাসনাত সহ পুলিশের একটি টিম ফেনী রাজাঝির দিঘির পাড় থেকে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) গ্রেপ্তার করে, আজ শুক্রবার ফেনী জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত মোসতরী আসামীর কাছ থেকে ১৬৪ ধারা জবানবন্দি নেন, জবানবন্দিতে উঠে আসে মূল হত্যাকারীদের নাম এবং পরিকল্পনা কারিদের আঁকা চকের বর্ণনা , আসামী জানান ফেনী দুই আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান সুশীল চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজ'র নির্দেশে কিলিং অপারেশনে যোগদেন রকিবুল হাসান অর্ণব'র দলে, এই দলে তারেক ছাড়াও ২০/২৫ জন সশস্ত্র অবস্থায় ট্রাংক রোড হইতে মহিপালে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানান, তিনি আরো বলেন তার হাতে অস্ত্র না থাকলেও অস্ত্রধারীদের তিনি সহযোগিতা করেছেন, জবানবন্দী শেষে আজ বিকেলে কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।