বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উত্তর সরোয়াতলী এলাকা থেকে দুই মাদক কারবারি গ্রেফতার
৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ঃ২০ মিনিটে বোয়ালখালী থানার উত্তর সারোয়াতলী এলাকায় স্থানীয় সোর্স এবং এলাকার মানুষের তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর রাসেল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ৫০০ (পাঁচশত) মিঃলিঃ দেশি মদ, ১০০ (একশত) গ্রাম গাঁজা, স্বর্ণালংকার এবং ২,২৮,৮৮০.০০ (দুই লক্ষ আটাশ হাজার আটশত আশি) টাকা সহ ০১ (এক) জন মাদক বিক্রেতা ও ০১ (এক) জন মাদক সেবনকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও ০২ (দুই) জন আসামিদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ১০.৩০ মিনিটে সময় বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর..