×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২৫ বার পঠিত
আব্দুল মজিদ ঠাকুরগাঁও থেকে:
  ২০২৫ সালের প্রথম মাসে গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার টংকনাথ রাজবাড়ী ঘিরে আয়োজন করা হয়ছে। ঠাকুরগাঁওয়ে গতকাল ৮ ও ৯ তারিখে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি"-এর শুটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি পার্ক, লোকায়ন জাদুঘর ও রানীশংকৈল উপজেলার টংকনাথ রাজবাড়ী ঘিরে। এই শুটিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্য, সংগীত ও শিল্পকলার সঙ্গে জড়িত শিল্পীরা অংশগ্রহণ করছেন। এরই মাঝে নৃত্যকলার জনপ্রিয় শিল্পী রোহিত খান তুহিন এবং আদিবাসী সংস্কৃতির প্রতিনিধি ও শিল্পী সুরভী কেরকেটা শুটিংয়ের ফাঁকে তাদের সহযোগী শিল্পীদের জন্য ফুল কিনতে স্থানীয় একটি ফুলের দোকানে যান।

স্থানীয় ফুলের দোকানে তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে। সুরভী কেরকেটা বলেন, “ইত্যাদি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি দারুণ প্ল্যাটফর্ম। এখানে অংশ নেওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চেয়েছি আমাদের সহযোগীদের উৎসাহিত করতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কিছু ফুল উপহার দেই।”

রোহিত খান তুহিনও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ইত্যাদির মতো অনুষ্ঠানে অংশগ্রহণ সব সময়ই বিশেষ কিছু। শুটিংয়ের ফাঁকে এমন ছোট উদ্যোগগুলো সবাইকে একত্রে কাজ করার অনুপ্রেরণা যোগায়।”
গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করবেন হানিফ সংকেত এবং অনুষ্ঠানটি নির্মাণ করছে ফাগুন অডিও ভিশন। ঠাকুরগাঁওয়ের সংস্কৃতির কতটুকু তুলে ধরে শিকড় সন্ধান করতে পারে তা প্রত্যক্ষ করবে ঠাকুরগাঁওয়ের জনসাধারণ। তবে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষ, কাল,পাত্র খুঁজে এনে তুলে ধরা ও দেশের অচেনা অজানা স্থানের তথ্য ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারও ব্যাতিক্রম ধর্মী ঘটনা ও অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার টংকনাথ রাজবাড়ী ঘিরে সাজানো হয়েছে ইত্যাদি।

ঠাকুরগাঁওয়ের এই ঐতিহাসিক পরিবেশে অনুষ্ঠিত শুটিং অনুষ্ঠানটিতে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার বিশেষ পরিকল্পনা রয়েছে। শুটিংকে ঘিরে স্থানীয় জনগণ এবং শিল্পীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানটি প্রথম সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আয়োজকরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat