মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ জেলাশহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীনবরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (বুধবার) সকালে বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠিত নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নবীনবরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের শিক্ষক রুহুল জামাল সুজন, সহকারি জেলা শিক্ষা অফিসার শরফুদ্দীন আহমদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সহকারি বিদ্যালয় পরিদর্শক মনসুর আলী, বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক কেএম তারিকুজ্জামান, সহকারি শিক্ষক ওমর ফারুক ও মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..