কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ-
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৫৫ গ্রাম গাঁজা ও ৮ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে । আটককৃতরা হলেন উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের মৃত মেছের গাইনের ছেলে জোমাত গাইন(৬৪)কে ৫৫ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিন শাহাজাদপুর গ্রামের মনিরুদ্দিন গাজীর ছেলে আব্দুস সালাম (৩০) কে ৭০০ গ্রাম গাঁজা সহ কয়রার আমদী ইউনিয়নের মসজিদকুড় মোড় থেকে আটক করে । অপরদিকে উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নুর মোহাম্মদ মােল্লার ছেলে মতলেব মােল্লা (৩৫) ও বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জুলফিকার সরদারের ছেলে মহিদুল সরদার(২৫) কে ৮ পিচ ইয়াবা সহ চাঁদ আলি ব্রীজের উপর থেকে আটক করে। থানা সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে গত ৭ জানুয়ারী রাতে কয়রা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ(ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..