×
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ২২৫ বার পঠিত
বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার, সান্তাহারে পর্নোগ্রাফি ছবি ও ভিডিও তৈরির কারিগর এবং ডেটিং ওয়েবসাইটের ০৩ প্রতারক গ্রেফতার। আজ ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে সেনাবাহিনীর একদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তারকারীরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের, বাবু মন্ডলের ছেলে সুলতান হোসেন(৩৫), মোঃ ইউনুসের ছেলে মোহাম্মদ রনি(২৩) ও মৃত- মোস্তাফিজুর রহমানের ছেলে শামীম রেজা(৩৫)। 


সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বুলবুল হোসেন জানায়, রবিবার গভীর রাত্রে সান্তাহারের পৌর এলাকার মালশনের (পশ্চিম পাড়া) একটি টিনসেডের বাড়িতে ০৩ জন একত্রিত হয়ে, ০৩ টি কম্পিউটারে পর্নোগ্রাফি ও ডেটিং সাইডের মাধ্যমে নতুন নতুন পর্ন ভিডিও ও ছবি তৈরি করছিল। তাদেরকে আটক করার সময় তিনটি কম্পিউটার ও এসডি (মেমোরি) কার্ড জব্দ করা হয়।


গোপন সূত্রে আরও জানা যায় যে, আদমদীঘি উপজেলার সান্তাহারের চা বাগান, কাঁচাবাজার পার্শ্ববর্তী এলাকা ও পূর্ব ঢাকা রোডে বেশ কয়েকটি পর্নোগ্রাফি ভিডিও এবং ছবি তৈরির অফিস রয়েছে। সেই অফিস গুলোতে রাত-দিনে প্রায় ১০০ জনের ন্যায় যুবক ফিনান্সিং কাজের নামে পর্নোগ্রাফির  কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে।


সারা দেশে পর্নোগ্রাফি ভিডিও, ছবি তৈরি এবং ডেটিং সাইটের প্রতারণা চক্রের প্রায় ২০ হাজার এমন অফিস রয়েছে। এতে করে দিন দিন অনলাইনে ছড়িয়ে পড়ছে পর্নোগ্রাফি ভিডিও, ছবি। দিনের পর দিন ধ্বংস হচ্ছে যুব সমাজ, সমাজে পারছে বাল্যবিবাহের প্রবণতা, ধর্ষিত হচ্ছে সমাজের মেয়েরা।


দেশের সরকার, পুলিশ, প্রশাসন ও জনসচেতনতা এখন খুব জরুরি হয়ে পড়েছে, তা না এদেশের যুব সমাজ খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে ধাবিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat