অ্যান্টিগুয়া টেস্টে দল বড় ব্যবধানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেছেন ৬ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেয়েছেন তাসকিন আহমেদ।
বুধবার (২৭ নভেম্বর) আইসিসিরি সাপ্তাহিক প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তাসকিন। তার রেটিং পয়েন্ট এখন ৩৮৩। যা তার ক্যারিয়ার সেরা।
আর শীর্ষস্থান দখল করেছেন জাসপ্রিত বুমরাহ। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও বড় লিড পেয়েছিল ভারত। যেখানে বড় অবদান ছিল জাসপ্রিত বুমরাহর। দুই ইনিংস মিলিয়ে পার্থ টেস্টে ৮ উইকেট শিকার করেছিলেন ভারত অধিনায়ক।
যার ফলে আবারও আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৩। যা তার ক্যারিয়ার সেরা এবং একই সঙ্গে কোনো ভারতীয় পেসারেরও সেরা রেটিং এটি।
আমাদের পরিকল্পনা ছিল ৩০০ রান করার: সুলতানা
সেই সঙ্গে বুমরাহ পেছনে ফেলেছেন জশ হ্যাজলউড ও কাগিসো রাবাদাকে। চলতি বছরে তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছেন বুমরাহ। এর আগে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে সবার ওপরে ছিলেন ভারতের এই ডানহাতি পেসার।
পার্থ টেস্টে সেঞ্চুরি করা যশস্বী জয়সাওয়ালেরও উন্নতি হয়েছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। এটা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫।
এ জাতীয় আরো খবর..