এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকায় ৩৯০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি- ২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মো: সেলিম (৩৭) চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার জিলানী কলোনী গ্রামের মকবুল আহমদ এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ আভিধানিক দল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মোঃ সেলিম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসার কথা স্বীকার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..