×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৬০ বার পঠিত
বসুন্ধরা কিংসের লড়াইটা শুরু হয়েই গেছে।

গত পরশু দুপুরে আরব আমিরাতের শারজায় পা রেখেই তীব্র গরমের সঙ্গে পরিচয় হয়েছে তাদের। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক রাউন্ডে আমিরাতের ক্লাব শারজা এফসির মুখোমুখি হচ্ছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এ ম্যাচে প্রতিপক্ষের পাশাপাশি তাদের লড়তে হবে কন্ডিশনের সঙ্গেও। সেই লড়াই যে শারজায় নেমেই শুরু হয়ে গেছে কিংসের।

কোচ অস্কার ব্রুজোন ঢাকা ছড়ার আগেই বলে গেছেন, ‘শারজা এফসির বিপক্ষে ম্যাচটা দিয়ে বসুন্ধরা কিংস নিজেদের অবস্থানটা বুঝতে পারবে। এশীয় মানের চেয়ে আমরা কতটা পিছিয়ে আছি অথবা এশীয় মানের কতটা কাছে আছি, এই ম্যাচটা সেটিই দেখিয়ে দেবে।’

শারজা দলের খেলোয়াড় তালিকায় দুটি নামে চোখ আটকে যাবেই—মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসার। বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ ও স্পেনের ফরোয়ার্ড আলকাসার দুজনেই খেলেছেন বার্সেলোনায়। পিয়ানিচ বার্সেলোনায় ছিলেন ২০২০ থেকে ২০২২ পর্যন্ত। এর আগে রোমা ও জুভেন্টাস দুই ক্লাবে খেলেছেন ৯ বছর। সব মিলিয়ে ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রায় এক যুগের বেশি ক্যারিয়ার। বসনিয়া জাতীয় দল খেলছেন সেই ২০০৮ সাল থেকে। খেলেছেন ২০১৪ বিশ্বকাপেও।

আলকাসার বার্সেলোনায় (২০১৬-২০১৯) খেলার আগে ছিলেন ভ্যালেন্সিয়া ও বরুসিয়া ডর্টমুন্ডে। স্পেন জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে ১২ গোল তাঁর। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলা দুই তারকার মুখোমুখি হওয়ার আগে বেশ রোমাঞ্চিত তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষরা। তপুর কথা, ‘বিশ্বমানের এই দুই ফুটবলারের বিপক্ষে খেলাটা দারুণ অভিজ্ঞতা হবে। আশা করি শিখতে পারব কিছু।’

তবে কোচ অস্কার ব্রুজোন এই দুই তারকাকে নিয়ে ভাবনাটাকে এক পাশে সরিয়েই রাখতে চান, ‘পুরো শারজা দলটাই দারুণ। পিয়ানিচ ও আলকাসারকে নিয়ে আলাদাভাবে ভেবে লাভ নেই। এই দুই ফুটবলার বড় নাম, এটা ঠিক। কিন্তু শারজায় দলে বাকি যে নয়জন খেলবে তারাও ভালো। আবার এটাও ঠিক, বড় নামও মাঠে খারাপ করতে পারে। ফুটবলে নির্দিষ্ট ৯০ মিনিটে আপনি কতটা ছন্দে থাকেন, সেটার ওপর নির্ভর করে ফল।’

গত বছর শারজায় যোগ দিতে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন পিয়ানিচ, গোল করেছেন ৫টি। আলকাসারও একই বছর শারজায় যোগ দিয়েছেন, ২৭ ম্যাচে তাঁর গোল ৯টি। শুধু এই দুজনই নন, শারজা দলে খেলেন অলিম্পিয়াকোস, রোমা ও নাপোলির সাবেক গ্রিক ডিফেন্ডার কোসতাস মনোলাসও। আছেন আরও চার ব্রাজিলিয়ান—লুয়ানজিনিও, আলিসন ম্যাথুজ, কাইও ও মার্কাস মেলোনি। মিডফিল্ডার কাইও তো বেনফিকায়ও খেলেছেন।

এএফসি চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই বসুন্ধরা কিংস যে অগ্নিপরীক্ষার সামনে, এটা না বললেও চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat