×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৫১ বার পঠিত
এই লেখা শুরু করার সময় দুটো ডিম দিয়ে এক থালা ভাত খেয়ে এলাম। সকালে খেয়েছি একটা। পরিচিত একজন দিনে গড়ে ছয়টি ডিম খান। অফিসে আসার আগে খোঁজ নিয়ে এসেছি, আজ সকালে আমার বাসার সামনের একটি নিম্নবিত্ত পরিবার একটি ডিম ভাজি করে তিনজনে খেয়েছে।

হিসাব করে দেখা গেল, যে পাঁচজন মানুষের কথা বললাম তাঁরা দৈনিক মাথাপিছু ডিম খান দুটি করে। এর মধ্যে একজনের ভাগে পড়েছে ছয়টি, একজনের ভাগে একটির তিন ভাগের এক ভাগ। মাথাপিছুর যা কিছু হিসাব, তা এভাবেই।

সরকারের খানা আয়–ব্যয় জরিপ–২০২২ বলছে, বাংলাদেশের মানুষ দিনে মাথাপিছু ১২ দশমিক ৭ গ্রাম করে ডিম গ্রহণ করে। সেটা আগের জরিপে ২০১৬ সালে ছিল ১৩ দশমিক ৬ গ্রাম। মানে হলো, মানুষের ডিম খাওয়া কমেছে। এর কারণ অবশ্যই ডিমের চড়া দাম। যে পরিবার দুটি ডিম ভেজে এক বেলা খাবার খেত, তারা হয়তো এখন একটি ডিম খাচ্ছে।

 দাম যতই বাড়ুক সচ্ছলেরা ডিম খাওয়া কমায় না। বরং স্বল্প আয়ের পরিবারগুলো মাছ, মাংস কিনতে না পেরে কম খরচের ডিমের দিকেই ঝোঁকে। তাহলে এটা অনুমান করা যায়, একেবারে নিম্নবিত্ত ডিম খাওয়া প্রায় ছেড়েছে। কারণ, খুচরা দোকানে একটি ডিম কিনতে গেলে এখন ১৫ টাকা লাগে।

কিসে আটকায়
নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, এ নিয়ে বিস্তর আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে হলো। তা নিয়ে ক্ষুব্ধ এক সহকর্মী ফেসবুকে আক্ষেপের সুরে লিখলেন, আটকানো নিয়ে দিনে চারটি পোস্ট দিচ্ছে কেউ কেউ, অথচ আমিষের সহজলভ্য উৎস ডিম যে নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, তা নিয়ে কোনো কথা নেই।

বিশ্ব খ্যাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত বছর বেশ কয়েকটি জরিপ করেছে। জরিপগুলোয় উঠে এসেছে যে বেশির ভাগ মানুষের কাছে সবচেয়ে বড় আঘাত দ্রব্যমূল্য।
বিশ্ব খ্যাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত বছর বেশ কয়েকটি জরিপ করেছে। জরিপগুলোয় উঠে এসেছে যে বেশির ভাগ মানুষের কাছে সবচেয়ে বড় আঘাত দ্রব্যমূল্য। দ্বিতীয় বড় আঘাত রোগ ও হাসপাতালের ব্যয়। দুটি আঘাতই এখন মানুষকে ব্যাপকভাবে কষ্ট দিচ্ছে। কিন্তু তা নিয়ে কথা নেই। থাকলেও মিউ মিউ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম কি সমাজের খোঁজ রাখছে না? নাকি যাঁরা সেখানে মত মোড়লের ভূমিকায়, তাঁরা দেশের সেই সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের মধ্যে, যাঁদের ক্রয়ক্ষমতা ইউরোপীয়দের সমতুল্য (বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন)। দ্রব্যমূল্য, ডেঙ্গু, মানুষের কষ্ট নিয়ে লিখলে তাঁদের কিসে আটকায়, সেটা একটি অল্পগভীর প্রশ্ন। সুগভীর প্রশ্নটি কী, তা এই লেখার শেষে পাওয়া যাবে।  

ডিম কিসে আটকায়
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ১০ বছরের বাজারদরের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব পণ্যের দাম স্থিতিশীল থাকে, তার মধ্যে ডিম একটি। বছরজুড়ে ডিম সাধারণত ২৮ থেকে ৩৬ টাকা হালির মধ্যে ওঠানামা করে।

কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর ডিমের দাম যে বাড়তে শুরু করল, সেখানে লাগাম টানার কোনো কার্যকর চেষ্টাই থাকল না।

বাংলাদেশ ডিম আমদানি করে না। তারপরও ২০২১ সালের জানুয়ারিতে যে ডিম হালিপ্রতি ২৮ থেকে ৩০ টাকা ছিল, এখন তা ৫৫ টাকা। মূল্যবৃদ্ধির হার ৯০ শতাংশ।

হ্যাঁ, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে মুরগির খাদ্যের উপকরণের দাম বেড়েছে। তা আবার কমেছেও। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২ সালের অক্টোবর–ডিসেম্বর সময়ে মুরগির খাদ্যের মূল উপকরণ ভুট্টার দাম টনপ্রতি ৩২২ মার্কিন ডলার ছিল। গত জুলাইয়ে তা ২৪২ ডলারে নেমেছে। এ বছরের শুরুতে (জানুয়ারি–মার্চ) যে সয়াবিন মিল টনপ্রতি ৫৯৭ ডলার ছিল, তা জুলাইয়ে বিক্রি হয়েছে ৫১৭ ডলারে।

দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বেড়েছে। সবকিছু বিবেচনায় নিলেও ডিমের ৯০ শতাংশ মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেন নয়, তা আশপাশের দেশে ডিমের দাম দেখলেই বোঝা সম্ভব।

ভারতের পশ্চিমবঙ্গে প্রথম আলোর সংবাদদাতা অমর সাহা আজ রোববার সকালে ৩০টি ডিম কিনেছেন ১৫৫ রুপি দিয়ে, যা বাংলাদেশি মুদ্রায় ২০৫ টাকা। হালি পড়েছে ২৭ টাকা।

ভোক্তা অধিকার সংগঠন ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান এখন ভারতের চেন্নাইতে রয়েছেন। সেখানে আজ সকালেই তিনি ৬টি ডিম কিনেছেন ৪২ রুপি দিয়ে। বাংলাদেশি মুদ্রায় হালি পড়েছে ৩৭ টাকা।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, সেখানে এক হালি ডিমের দাম বাংলাদেশি মুদ্রায় ৩৬ টাকার সামান্য বেশি। বাংলাদেশে ডিমের দাম ৫৩ শতাংশ বেশি কেন, সেটাও একটি গভীর প্রশ্ন।

ভোক্তার সুরক্ষা কই
বাংলাদেশে ছোট খামারিরা ডিমের বাজারের নিয়ন্ত্রক নন। করপোরেট প্রতিষ্ঠানগুলোই নিয়ন্ত্রক। তাদের কোনো প্রতিযোগী নেই। বাংলাদেশে ডিম আমদানি কার্যত নিষিদ্ধ। আমদানি করতে হলে প্রাণিসম্পদ অধিদপ্তরের আগাম অনুমোদন নিতে হয়। সে অনুমতি কখনোই পাওয়া যায় না।

দেশের বাজারের ডিমসংকট ও বাড়তি দামের পরিপ্রেক্ষিতে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির অনুমতি চেয়ে গত নভেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় মতামত চেয়েছিল প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। কিন্তু সম্মতি পাওয়া যায়নি। ডিমও আমদানি হয়নি।

সাময়িকভাবে হলেও মানুষের কথা চিন্তা করে ডিম আমদানির উদ্যোগ নেওয়া উচিত। বাজার খুলে দিলেই দাম কমবে।
মো. খলিলুর রহমান, নির্বাহী পরিচালক, ভোক্তা বাংলাদেশ
দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারি নীতি থাকে। কিন্তু সুরক্ষিত বাজার অত্যধিক মুনাফা করার সুযোগ তৈরি করে দেয়। সে কারণেই মানুষকে এখন ১৫ টাকা দিয়ে একটি ডিম কিনতে হচ্ছে। সুরক্ষার হার বা ‘ইফেক্টিভ রেট অব প্রটেকশন’ নির্ধারণের ক্ষেত্রে ভোক্তার কথাটিও মাথায় রাখা উচিত।

ভোক্তা বাংলাদেশ নামের সংগঠনটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান এই লেখককে বলছিলেন, সাময়িকভাবে হলেও মানুষের কথা চিন্তা করে ডিম আমদানির উদ্যোগ নেওয়া উচিত। বাজার খুলে দিলেই দাম কমবে।

করপোরেটের বাইরে মুরগির খামার করেন মূলত একটু সচ্ছল কৃষকেরা। ধান আবাদ করেন সব শ্রেণির কৃষক। তাঁদের মধ্যে হতদরিদ্রও রয়েছেন। চালের দাম নিয়ন্ত্রণে আমদানি করা গেলে ডিম কেন, কাদের স্বার্থে আমদানি করা যাবে না, সেটা একটা গভীর প্রশ্ন।

সুগভীর প্রশ্নটি শেষে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জনমত জরিপের ফল সরকারি দলের লোকেরা বেশ ফেসবুকে দিচ্ছেন। কারণ, সেখানে সরকারপ্রধানের ‘অ্যাপ্রুভাল রেট’ ৭০ শতাংশ।

জরিপে আরও একটি তথ্য আছে। সেটি হলো, ২০১৪ সালের পর এই প্রথম বেশিসংখ্যক (৫৩ শতাংশ) মানুষ বলেছেন, দেশ ভুল পথে যাচ্ছে। ‘দেশ ভুল পথে’ যাওয়ার কারণ হিসেবে অর্ধেক মানুষ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাঁরা এমন ধারণা পোষণ করেন। ৫১ শতাংশ মানুষ মনে করছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে নেই।

তারপরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রিদের, সচিবদের, সংস্থাপ্রধানদের কার্যকর উদ্যোগ নেই। সীমাহীন ব্যর্থতার মধ্যেও মন্ত্রী, সচিব ও সংস্থার মহাপরিচালকদের চেয়ারটি কীভাবে তাঁদের সঙ্গে আটকে থাকে, সেটাই শেষ সুগভীর প্রশ্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat