সকাল থেকে সূর্য তাপ ছড়াচ্ছিল। ভোর দেখে মনে হচ্ছিল, বৃষ্টির শঙ্কা কেটে গেছে। তবে বিকেল হতেই ঝুম বৃষ্টিতে ডুবল রাজধানীর অনেক রাস্তা। বিকেল ৪টার দিকে শুরু হয় ঝিরঝির বৃষ্টি।
৫টার দিকে বাড়ে বৃষ্টির গতি। বিরামহীন চলে সাড়ে ৫টা পর্যন্ত। এতে তলিয়ে যায় ঢাকার রাস্তাঘাট। এতে বিপাকে পড়ে অফিসফেরত মানুষ।
অন্যদিকে সড়কে পানি থাকায় পরিবহন ছিল কম। এতে রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দেন দ্বিগুণ। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেজা শরীর নিয়ে বাসায় ফেরে মানুষ।
গুলিস্তান থেকে বাড্ডাগামী যাত্রী তমালিকা মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টির কারণে সড়কে পরিবহন কম।
কিছু রিকশা মিললেও সুযোগ পেয়ে চালকরা ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ। কর্মস্থলে যাওয়ার তাড়া থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে।’
প্রবল বর্ষণে শাহবাগ, বাংলামোটর, ধানমণ্ডি, মগবাজারসহ ঢাকার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তি পুরান ঢাকায়।
এদিকে কয়েক দিন ধরে চলা বৃষ্টির প্রবণতা আজ থেকে কমবে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।
পাশাপাশি তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়। তবে আপাতত বৃষ্টি কমলেও আগামী তিন দিনে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
এ জাতীয় আরো খবর..