চলতি মাসে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে ঢাকার সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। এ সময় আন্দোলন করতে আসা ছয় শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানার সামনে আসার পর তাদের ধাওয়া দেয় পুলিশ।
পরে সেখান থেকে কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। সে সময় তাদের কারও কারও হাতে প্ল্যাকার্ডও ছিল। সেখানে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
শিক্ষার্থীদের দাবি, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দিতে হবে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, এরা শিক্ষার্থী কি না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। সোমবার (৭ আগস্ট) কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল।
তিনি আরো বলেন, গতকালের মতো আজও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
এ জাতীয় আরো খবর..